ভারত চীন সীমান্তে সংঘর্ষ

India - China Arunachal Pradesh

দেশের প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর ভারতীয় ভূখণ্ডে ঢুকে ভারতীয় ফৌজের সঙ্গে রীতিমতো বিবাদে জড়িয়ে পড়ল চিনা সেনা জওয়ানরা। সংবাদ সংস্থার খবর অরুণাচল প্রদেশের বিভিন্ন পয়েন্টে প্রায় ধস্তাধস্তি বেধে যায় ভারতীয় ফৌজ এবং চিনা সেনার মধ্যে। পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)-র ২৭৬ জন জওয়ান ভারতীয় ভূখণ্ডে বলপূর্বক প্রবেশ করার চেষ্টা করলে রুখে দাঁড়ায় প্রহরারত ভারতীয় জওয়ানরা। তখনই দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। ঘটনাটি ঘটেছে অরুণাচল প্রদেশে ভারত-চিন সীমান্ত লাগোয়া লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল (এলএসি)-র ইয়াংসি অঞ্চলে। চিনা সেনার দাবি, ওই অঞ্চলটি তাদের। এরপরই সেখানে প্রহরারত ভারতীয় জওয়ানরা চিনা সেনার আগ্রাসনকে রুখে দেয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় আরও বাহিনী। প্রতিরক্ষামন্ত্রক সূত্রে খবর, প্রায় ২১৫ জন চিনা সেনা জওয়ান শকর তিকরি দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করে। একইসঙ্গে, থাং লা, মেরা গ্যাপ এবং ইয়াকি-ল দিয়েও ২০ জন করে চিনা সেনা জওয়ান ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করার চেষ্টা চালায়। কিন্তু, ভারতীয় জওয়ানরা প্রতিরোধ গড়ে তোলায় সে পি এল এ'র যাত্রা ভঙ্গ হয়। এদিকে, ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের অভিযোগ অস্বীকার করেছে বেজিং। চিনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র লু ক্যাং জানান, যেহেতু ভারত-চিন সীমান্ত নির্দিষ্টকরণ নেই, তাই এধরনের ঘটনা ঘটতেই পারে।

এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়।

Your browser doesn’t support HTML5

পরমাশিষ ঘোষ রায়ের রিপোর্ট