চীনের নতুন প্রধানমন্ত্রীর ভারত সফর

ভারতে চীনের প্রধানমন্ত্রী লি কুয়ো চাংয়ের সফরকালে দু’দেশের মধ্যেকার দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর বিশেষ আলোকপাত করা হবে বলে খবরাখবরে শোনা যাচ্ছে । প্রধানমন্ত্রী লির সঙ্গে এ ভারতে সফরে এসেছেন চীনের বিশাল একটি বানিজ্য প্রতিনিধিদলও । এ সফর নিয়ে আমরা কথা বলি নতুন দিল্লির সংবাদ ভাস্যকার – রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষালের সঙ্গে ।অচিহ্নিত সীমান্ত নিয়ে ভারত ও চীনের মধ্যেকার যে বিরোধ , আগেও দেখা গিয়েছিলো – এই হালেই আবার তা মাথা চাড়া দিয়ে ওঠে , দু’ দেশই কিছুটা নরম সূরেই তার আপাত: সুরাহা করে নিলো ,এ প্রশ্নে নব্তব্য করেন জয়ন্ত ঘোষাল । জয়ন্ত ঘোষাল বলেন - এবার লি কুয়ো চাংয়ের সফরকালে সীমান্ত বিরোধ আলোচনায় থাকলেও মনে করা হচ্ছে অর্থনীতিই প্রাধান্য বিস্তার করবে বেশ অনেকখানিই ।
গত বছর দু’দেশের মধ্যেকার দ্বিপাক্ষিক বানিজ্যের পরিমান ছিলো ৭ হাজার ৬ শো কোটি ডলার – কিন্তু নতুন দিল্লি মনে করে এতে চীনের ফায়দাটাই বেশি এবং ভারত চীনের কাছে বানিজ্য ঘাটতি ভারতের তরফে যাতে কমানো যায় সেই বন্দোবস্তের অনুরোধ জানাতে পারে বলে মনে করেন সংবাদ ভাস্যকার জয়ন্ত ঘোষাল ।
ভয়েস অফ এ্যামেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে জয়ন্ত ঘোষালের সঙ্গে টেলিফোনে কথা বলেন সরকার কবীরূদ্দীন ।india china

Your browser doesn’t support HTML5

india china