কেন্দ্র অনুমতি না দিলে সিনেমা হল খোলা যাবে না-মমতা বন্দ্যোপাধ্যায়

আজ সোমবার নবান্নে সিনেমা ও সিরিয়ালের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে হাজির ছিলেন বিভিন্ন টিভি চ্যানেলের কর্তৃপক্ষ, অভিনেতা ও কলাকুশলী সংগঠনের প্রতিনিধিরা, মন্ত্রী অরূপ বিশ্বাস এবং রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা। বৈঠকে সিনেমা হল খোলার জন্য অভিনেতা-অভিনেত্রীরা অনুরোধ জানান। তাঁরা বলেন, তৈরি হয়ে যাওয়া ছবি মুক্তি না পাওয়ায় নতুন ছবির কাজ শুরু করা যাচ্ছে না। জবাবে মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্র অনুমতি না দিলে সিনেমা হল খোলা যাবে না, তবে ঘূর্ণিঝড়ে যদি কোনও সিনেমা হল ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তাহলে তার জন্য প্রয়োজনীয় সাহায্য করা যাবে। এর আগে ইনডোর শুটিং এর অনুমতি মিলেছিল, তবে তখন সর্বাধিক ৩৫ জনকে নিয়ে শুট করা যেত। এখন অভিনেতা অভিনেত্রীদের মধ্যে থেকে আরও পাঁচজন বাড়িয়ে সংখ্যাটা ৪০ করা হয়েছে। সেইসঙ্গে আউটডোর শুটিং এরও অনুমতি দেওয়া হয়েছে, তবে বলা হয়েছে খুবই সতর্কতার সঙ্গে শুটিং করতে হবে। এমন জায়গায় আউটডোর শুটিং করতে হবে যেখানে উৎসুক মানুষের ভিড় কম হয়। তার জন্য রাজ্য ও জেলা প্রশাসনের আগাম অনুমতি নিতে হবে। পুলিশ ও প্রশাসন শুটিংয়ের সময় সবরকম সাহায্য করবে। এছাড়া রিয়ালিট শোয়ের শুটিংও শুরু করা যেতে পারে, তবে দর্শকদের বাদ দিয়ে কিভাবে শুটিং করা যায় সেটা ভাবার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়, পরিচালক রাজ চক্রবর্তী ও মুখ্য সচিব রাজীব সিনহাকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে, তাঁরা কী ভাবে ওয়েবসিরিজ তৈরি করা যেতে পারে তার কাজ করবেন।

Your browser doesn’t support HTML5

কেন্দ্র অনুমতি না দিলে সিনেমা হল খোলা যাবে না-মমতা বন্দ্যোপাধ্যায়