ভারত-চিন সীমান্তের পূর্বাঞ্চলে, অরুণাচল প্রদেশ সীমান্তে ভারত তার সেনা ও গোলাবারুদ এগিয়ে নিয়ে গিয়েছে। একেবারে সীমান্তে নয়, তবে কাছাকাছি। কেননা, চিনের ভাব গতিক দেখে ভারত উদ্বিগ্ন – জানান আমাদের ক’লকাতা সংবাদদাতা গতকাল শনিবারে। বিষয়টি নিয়ে আমরা কথা ব’লি নতুন দিল্লিতে কর্মরত ‘ দি টেলিগ্রাফ ’পত্রিকার ব্যুরো চীফ জয়ন্ত রায়চৌধুরীর সঙ্গে। ভয়েস অফ এ্যামেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে আজ রবিবার তাঁর সঙ্গে টেলিফোনে কথা বলেন সরকার কবীরুদ্দীন।
Your browser doesn’t support HTML5
জয়ন্ত রায়চৌধুরীর সঙ্গে টেলিফোনে কথা বলেন সরকার কবীরুদ্দীন