স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ২৫ জন করোনা যোদ্ধাকে সম্মান জানান মমতা বন্দ্যোপাধ্যায়

পুরো ভারতের সঙ্গে আজ পশ্চিমবঙ্গের কলকাতার রেড রোডে পশ্চিমবঙ্গ সরকারের আয়োজনে স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পতাকা উত্তোলনের পর তিনি ২৫ জন করোনা যোদ্ধাকে সম্মান জানান। এঁদের মধ্যে ছিলেন চিকিত্সক, নার্স, পুলিশ কর্মী সহ বিভিন্ন ক্ষেত্রের করোনাজয়ীরা।

অন্যান্য বছরের থেকে এবারের অনুষ্ঠান ছিল একটু আলাদা এবং সংক্ষিপ্ত। কারণ করোনা আবহে সকলের মুখে মাস্ক, প্রত্যেকের মাঝে নিরাপদ দূরত্ব।স্বাধীনতা দিবসে ট্যাবলো প্রদর্শন করে রাজ্য পুলিশের বিভিন্ন বিভাগ। বাউল গানের সঙ্গে ট্যাবলো প্রদর্শিত হয় তথ্য-সংষ্কৃতি দফতর থেকে।

৭৪তম স্বাধীনতা দিবস উপলক্ষে সকালে ট্যুইটে শুভেচ্ছাবার্তা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইটে তিনি লিখেছেন, 'সব ভাই ও বোনকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। যাঁরা দেশকে স্বাধীন করার জন্য জীবন দিয়েছেন, তাঁদের প্রণাম। কঠিন সংগ্রামের মধ্যে দিয়ে দেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। যে নীতি ও আদর্শের ভিত্তিতে স্বাধীন দেশ গঠন হয়েছে, তাকে যে কোনও মূল্যে রক্ষা করতে হবে।'

Your browser doesn’t support HTML5

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ২৫ জন করোনা যোদ্ধাকে সম্মান জানান মমতা বন্দ্যোপাধ্যায়