ভারতে করোনা রোগীদের সুস্থ হয়ে ওঠার সংখ্যা ক্রমশ বাড়ছে

গত ২৪ ঘণ্টায় সারা ভারতে নতুন করে সংক্রমিত হয়েছেন ২২ হাজার ৭৭১ জন। গোটা বিশ্বে সংক্রমণের নিরিখে তৃতীয় স্থানে থাকা রাশিয়ার থেকে এখন সামান্যই পিছিয়ে ভারত। তবে দেশ জুড়ে করোনা রোগীদের সুস্থ হয়ে ওঠার সংখ্যাও ক্রমশ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৪৪২ জনের। তার কারণে সারা দেশে মৃতের সংখ্যা এখন ১৮ হাজার ৬৫৫।সারা দেশে মোট আক্রান্তের সংখ্যা এখন ৬ লক্ষ ৪৮ হাজার ৩১৫ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, সারা দেশে এখনও পর্যন্ত ২ লক্ষ ৩৫ হাজার ৪৩৩ জন সক্রিয় করোনা রোগী রয়েছেন। সুস্থের সংখ্যা ৩ লক্ষ ৯৪ হাজার পেরিয়ে গিয়েছে। আরোগ্যের হার প্রায় ৬১ শতাংশ। স্বাস্থ্য মন্ত্রকের বক্তব্য, দ্রুত সংক্রমণ ধরা পড়া এবং ‘পরীক্ষা, চিহ্নিতকরণ, চিকিৎসা’, এই তিন পর্যায়ে যথাযথ পদক্ষেপের ফলেই পরিস্থিতির উন্নতি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ২২ হাজারের বেশি করোনায় আক্রান্ত হলেও সুস্থ হয়ে উঠেছেন ১৪ হাজার ৩৩৫ জন।

Your browser doesn’t support HTML5

ভারতে করোনা রোগীদের সুস্থ হয়ে ওঠার সংখ্যা ক্রমশ বাড়ছে