পশ্চিমবঙ্গে লকডাউনের নিয়ম না মানার জন্য মোট ১৯০ জনকে গ্রেফতার করা হয়েছে

অতি মহামারীর মোকাবিলায় পশ্চিমবঙ্গে লকডাউনের মাঝে সকাল থেকে এক নাগাড়ে বৃষ্টি পড়ছে। এই দুয়ের যুগলবন্দিতে আজ বৃহস্পতিবার কার্যত বন্‌ধের চেহারা রাজ্য জুড়ে। আগামীকালও লকডাউনের বিধি-নিষেধ জারি থাকবে এ রাজ্যে। এ দিন ভোর ৬টা থেকেই পুলিশের কড়া নজরদারি রয়েছে জেলায় জেলায়। কলকাতার রাস্তায় চলে নাকা চেকিং। বিনা প্রয়োজনে গাড়ি নিয়ে বের হলেই চলে ধড়পাকড়। দুপুর ১২টা পর্যন্ত লকডাউনের নিয়ম না মানার জন্য মোট ১৯০ জনকে গ্রেফতার করা হয়েছে। মাস্ক না পরার জন্য ১৮৮ জনকে আটক করা হয়েছে। আইন না মানার জন্য ৭ জন গাড়ি চালকের বিরুদ্ধে মামলাও করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

সকাল থেকে দফায় দফায় বৃষ্টি পড়ছে। রাস্তায় গাড়ি কম চোখে পড়ছে। লকডাউনে শুধুমাত্র ছাড় রয়েছে জরুরি পরিষেবার ক্ষেত্রে। এ দিন সকালে বেহালা থেকে বেলেঘাটা, শ্যামবাজার-সহ মধ্য এবং উত্তর কলকাতার রাস্তাঘাট ছিল শুনশান। প্রতিটি গাড়ির উপরে নজর রাখা হয়। প্রয়োজনে গাড়ি দাঁড় করিয়ে, জিজ্ঞাসাবাদ চলে। পরিচয়পত্রও দেখতে চাওয়া হয়। সদুত্তর দিতে না পারলেই আটক করা হয়। গড়িয়া, গড়িয়াহাট থেকে বাইপাস, সল্ট লেক এলাকাতেও একই ছবি ধরা পড়েছে।এ সপ্তাহে আগামীকাল শুক্রবার লকডাউন থাকছে। কিন্তু আগামী সপ্তাহে শুধু বৃহস্পতিবারই লকডাউন হবে। এ বারই পর পর দু’দিন লকডাউন হচ্ছে। যাতে নাগরিকেরা লকডাউনের বিধি-নিষেধ মেনে চলেন, সে বিষয়ে বিশেষ নজর রাখা হচ্ছে পুলিশ এবং প্রশাসনের তরফে বলেই খবর।

Your browser doesn’t support HTML5

পশ্চিমবঙ্গে লকডাউনের নিয়ম না মানার জন্য মোট ১৯০ জনকে গ্রেফতার করা হয়েছে