সংক্রমণ রুখতে প্রস্তুতি নিচ্ছেন ভারতীয় রেল কর্তৃপক্ষ

করোনা পরিস্থিতিতে লোকাল ট্রেন কবে চলবে চূড়ান্ত না হলেও, সংক্রমণ রুখতে ভারতীয় রেল কর্তৃপক্ষ প্রস্তুতি নিচ্ছেন। গত কয়েক মাসে কলকাতার শিয়ালদহ ডিভিশনে এসে পৌঁছেছে আই সি এফ এবং বম্বার্ডিয়ারের যৌথ উদ্যোগে তৈরি উন্নত প্রযুক্তির লোকাল ট্রেনের ছ’টি আধুনিক রেক। কামরায় মুক্ত বাতাস চলাচল বাড়াতে ওই রেকের ছাদে অনেকটা মেট্রোর বাতানুকূল যন্ত্রের ধাঁচে তৈরি করা আছে বিশেষ রুফ মাউন্টেড এয়ার প্যানেল। যা ঘণ্টায় প্রায় ১৬ হাজার ঘনমিটার মুক্ত বাতাস কামরায় ঢোকার সুযোগ করে দিতে পারে।এ ছাড়া স্টেনলেস স্টিলের তৈরি রেকগুলিতে যাত্রীদের আসনের মধ্যেও দূরত্ব বেশি। ফলে যাত্রীরা অনেকটা খোলামেলা পরিবেশে বসার সুযোগ পাবেন বলে রেল কর্তৃপক্ষের দাবি। আরও রেক আসার কথা কলকাতার শিয়ালদহ ডিভিশনে। এই রেক গুলি যথেষ্ট আধুনিক। তবে করোনা আবহে এই নতুন রেকগুলি বিশেষ কার্যকর হতে পারে বলে মনে করছেন রেলকর্তারা।

Your browser doesn’t support HTML5

সংক্রমণ রুখতে প্রস্তুতি নিচ্ছেন ভারতীয় রেল কর্তৃপক্ষ