সৌমিত্র চট্টোপাধ্যায় করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন

সৌমিত্র চট্টোপাধ্যায়

বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় করোনা আক্রান্ত হয়ে আজ কলকাতায় হাসপাতালে ভর্তি হয়েছেন। গত কয়েকদিন ধরেই তাঁর শরীরটা ভালো যাচ্ছিল না। অল্প জ্বর ছিল। গতকাল রাতে তাঁর কোভিড পরীক্ষা করানো হয়, আজ সকালে রিপোর্ট আসে পজিটিভ। বেলা ১১টা নাগাদ তাঁকে মধ্য কলকাতার বেলভিউ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তিনজন ডাক্তারের একটি প্যানেল তাঁর শারীরিক অবস্থার উপর নজর রাখছেন। হাসপাতাল থেকে জানানো হয়েছে, সৌমিত্র চট্টোপাধ্যায়ের অবস্থা স্থিতিশীল রয়েছে। জ্বর ছাড়া অন্য কোনও উপসর্গ এখনও নেই। তবে ৮৫ বছর বয়স্ক এই অভিনেতার শরীর বেশ কিছুদিন ধরেই সুস্থ থাকছে না, তা ছাড়া বয়স হয়েছে, সেই জন্যই তাঁকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে। গতবছর সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রবল শ্বাসকষ্ট হয়। হাসপাতালে ভর্তি করানোর পর দেখা যায় তাঁর ফুসফুসে সংক্রমণ হয়েছে, নিউমোনিয়া। অবস্থা খারাপের দিকে চলে গিয়েছিল, তবে শেষ পর্যন্ত তিনি অবশ্য সুস্থ হয়ে বাড়ি ফেরেন। গত মাস দুয়েক যাবৎ সৌমিত্রবাবু তাঁর জীবনী নিয়ে একটি তথ্যচিত্রের শুটিংয়ে যাচ্ছিলেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে কলকাতায় নেই, তবে খড়গপুর থেকে প্রশাসনিক বৈঠকের ফাঁকেই তিনি সৌমিত্রবাবুর শরীরের খোঁজখবর নিয়েছেন।

Your browser doesn’t support HTML5

সৌমিত্র চট্টোপাধ্যায় করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন