দিল্লি ও পশ্চিমবঙ্গে সংক্রমণ বৃদ্ধি চিন্তা বাড়াচ্ছে

ভারতের দৈনিক করোনাভাইরাস সংক্রমণ গত ৬ দিন ধরে ৫০ হাজারের গণ্ডিতেই ঘোরাফেরা করছে। দৈনিক মৃত্যু গত কয়েক মাসের তুলনায় কম। সক্রিয় রোগী কমার পাশাপাশি সংক্রমণের হারও গত ৪ দিন ধরে ৫ শতাংশের কম। তবে সারা দেশে সংক্রমণের হার কমলেও দিল্লি ও পশ্চিমবঙ্গে সংক্রমণ বৃদ্ধি চিন্তা বাড়াচ্ছে।ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে ৫৩ হাজার ৩৭০ জন নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন। যার জেরে দেশে মোট আক্রান্ত হলেন ৭৮ লক্ষ ১৪ হাজার ৬৮২ জন।দেশে কোভিড আক্রান্তদের সুস্থ হওয়ার হার প্রথম থেকেই আশাব্যঞ্জক। এখনও পর্যন্ত দেশে মোট ৭০ লক্ষ ১৬ হাজার ৪৬ জন করোনার কবল থেকে মুক্ত হয়েছেন। যা গোটা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। দেশের মোট আক্রান্তের প্রায় ৯০ শতাংশ বেশি সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন ৬৭ হাজার ৫৪৯ জন। গত কয়েক দিনে নতুন আক্রান্তের থেকে সুস্থ বেশি হওয়ায় কমছে সক্রিয় রোগীর সংখ্যা। কমতে কমতে তা ৭ লক্ষের কম। এখন দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা ৬ লক্ষ ৮০ হাজার ৬৮০ জন।

Your browser doesn’t support HTML5

দিল্লি ও পশ্চিমবঙ্গে সংক্রমণ বৃদ্ধি চিন্তা বাড়াচ্ছে