গরু রক্ষার নামে সহিংসতা বন্ধে ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশ

সম্প্রতি ভারতের সুপ্রিম কোর্ট গরু রক্ষার নামে সহিংসতা বন্ধে নোডাল অফিসার নিয়োগের নির্দেশ দিয়েছেন। ২০১৫ সালের অক্টোবর মাসে ভারতের হারিয়ানা রাজ্যের মুখ্যমন্ত্রী মন্তব্য করেছিলেন-‘মুসলিমরা এদেশে থাকতে পারেন কিন্তু গোমাংস খাওয়ার অভ্যাস তাঁদের ছাড়তে হবে’-ওদিকে ২০১৭’র জুনে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী হর্ষবর্ধন বলেন, ‘মানুষের খাদ্যাভ্যাস বদলানোর অভিপ্রায় সরকারের নেই’। তবেএ নিয়ে বিস্তর মত পার্থক্য দেখা দিয়েছে। সংশ্লিষ্ট বিষয়ে সুপ্রিম কোর্টে যে জনস্বার্থ মামলাটি করেছিলেন তাদের বক্তব্য কি ছিল? সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিল সে প্রসঙ্গে দেশের রাজনৈতিক দলগুলির প্রতিক্রিয়া কি?

Your browser doesn’t support HTML5

PGR



তাহিরা কিবরিয়া ওয়াশিংটন স্টুডিও থেকে এই বিষয়টি নিয়ে কথা বলেছেন আমাদের কলকাতা সংবাদদাতাপরমাশীষ ঘোষ রায়ের সংগে ।