মহারাষ্ট্রের উপকূলবর্তী আলিবাগে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় নিসর্গ

যেমন ধারণা করা গিয়েছিল ঠিক সেভাবেই প্রবল ঘূর্ণিঝড় নিসর্গ আজ বেলা আড়াইটে নাগাদ মহারাষ্ট্রের উপকূলবর্তী আলিবাগে আছড়ে পড়েছে। তখন তার গতিবেগ ছিল ঘণ্টায় একশ কুড়ি কিলোমিটার এর মতো। তার জেরে মুম্বাই এবং পুণেতে প্রবল বৃষ্টিপাত চলছে। পুণেতে যতটা ভাবা গিয়েছিল তার চেয়ে ঝড়ের প্রাবল্য আরও অনেক বেশি, আর মুম্বাইয়ে যতটা আশঙ্কা করা গিয়েছিল ঝড়ের দাপট তার চেয়ে কিছুটা কম। ভারতীয় আবহাওয়া দপ্তর বলেছে, আলিবাগে শতাধিক কিলোমিটার বেগে নিসর্গ আছড়ে পড়ার পর মাটির উপর দিয়ে সেটি যেতে যেতে গতি কমেছে, ফলে মুম্বাইয়ের ক্ষয়ক্ষতি তুলনায় কম হয়েছে। আর এখন মহারাষ্ট্র ছাড়িয়ে ঝড়ের গতিমুখ গুজরাতের দিকে। ধারণা করা হচ্ছে, কাল সকালের মধ্যে নিসর্গ গুজরাতে পৌঁছে যাবে। তবে এখন যেহেতু সেটি মাটির উপর দিয়েই মূলত চলেছে, সেজন্য তার দাপট অপেক্ষাকৃত কম হবে। বহু বছর পরে মহারাষ্ট্রে, বিশেষ করে মুম্বাইয়ে এত প্রবল ঘূর্ণিঝড় এল। তবে আগে থেকে অনেকখানি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল, লাখখানেক মানুষকে উপকূলবর্তী এলাকা থেকে এমনকি মুম্বাইয়ের যে সমস্ত জায়গায় ঝড়ের প্রকোপ বেশি হতে পারে বলে মনে হয়েছিল সেখান থেকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছিল বলে ক্ষয়ক্ষতি অপেক্ষাকৃত কম হয়েছে। এরই মধ্যে মুম্বাইয়ের চিড়িয়াখানা থেকে শ'দুয়েক প্রাণীকে ঝড়ের আগেই সরিয়ে নিয়ে একটু ভেতরের দিকে নিরাপদ জায়গায় আশ্রয় দেওয়া হয়। আরব সাগরের উপর যে সমস্ত জলযান রয়েছিল সেগুলোকেও অনেকটা সমুদ্রের ভেতর দিকে চলে যেতে বলা হয়। বিশেষ করে মুম্বাইয়ের ঘাঁটিতে ভারতীয় নৌবাহিনীর জাহাজগুলো যাতে ক্ষতিগ্রস্ত না হয় তাই তাদের সুরক্ষার ব্যবস্থা ভালোভাবেই করা হয়েছিল। মুম্বাই বিমানবন্দর আজ সন্ধ্যে সাতটা পর্যন্ত বন্ধ রাখা হয়, আর পুণের বিমানবন্দর বন্ধ না হলেও সেখান থেকে দু'টি উড়ান অন্যত্র ঘুরিয়ে দেওয়া হয়, আর একটি বিমান বাতিল করে দেওয়া হয়‌। নিসর্গের প্রভাবে ওই অঞ্চলে দিন দুয়েক জোর বৃষ্টি চলবে বলে আবহাওয়া দপ্তরের খবর। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে পুণে এবং মুম্বাইয়ের অধিবাসীদের বলেছেন, আগামী দিন দুয়েক তাঁরা যেন বাড়ির বাইরে না বেরোন।

দীপংকর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা

Your browser doesn’t support HTML5

মহারাষ্ট্রের উপকূলবর্তী আলিবাগে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় নিসর্গ