গতকাল মারাত্মক দুর্ঘটনায় আহত ভারতের খ্যাতনামা চলচ্চিত্র অভিনেত্রী শাবানা আজমি এখন বিপন্মুক্ত বলে তাঁর স্বামী জাভেদ আখতার আজ জানিয়েছেন।
শনিবার বিকেলে লোনাভালার পথে বম্বে-পুণা এক্সপ্রেসওয়েতে শাবানার গাড়ি একটি ট্রাকের পিছনে ধাক্কা মারে। গুরুতর আহত অবস্থায় তাঁকে মুম্বাইয়ে কোকিলাবেন হাসপাতালে ভর্তি করানো হয়।
ডাক্তাররা জানিয়েছিলেন, তাঁর মাথায় রক্ত জমাট বেঁধে গিয়েছে, ডান চোখের নীচে একটি হাড় ভেঙেছে, আর শিরদাঁড়ায় চোট লেগেছে, তবে অবস্থা স্থিতিশীল। আজ রবিবার বিকেলে শাবানার স্বামী জাভেদ আখতার জানান, শাবানা আইসিইউতেই আছেন, তবে বিপদ কেটেছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর পুরোপুরি সুস্থ হয়ে উঠতে এক মাসের বেশি লেগে যাবে। জাভেদ আখতার পিছনে আর একটি গাড়িতে ছিলেন, তাই তাঁর কিছু হয়নি। কিন্তু শাবানার সঙ্গী অজ্ঞাতপরিচয় এক মহিলা গুরুতর আহত হন। গাড়ির চালক অল্প জখম হয়েছেন। তীব্র গতিতে গাড়ি চালানোর জন্যই এই দুর্ঘটনা ঘটেছে বলে চালকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।
Your browser doesn’t support HTML5
কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তীর রিপোর্ট