নাগরিকত্ব আইন বিরোধী বিক্ষোভ ভারতের সর্বত্র ছড়িয়ে পড়েছে। পুলিশের গুলিতে দু'দিনে কেবল উত্তরপ্রদেশেই মারা গিয়েছেন ১২ জন।
অসম ও উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে নাগরিকত্ব আইন বিরোধী বিক্ষোভ থিতিয়ে এলেও পশ্চিমবঙ্গ থেকে শুরু করে দিল্লি হয়ে গোটা উত্তর ভারতে, ওদিকে কর্ণাটক হয়ে দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায় তা ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে। এই মুহূর্তে দেশের রাজধানী দিল্লি ছাড়া সবচেয়ে বেশি বিক্ষোভ দেখানো হচ্ছে বিজেপি শাসিত কর্ণাটক ও উত্তরপ্রদেশের মতো রাজ্যগুলিতে। যোগী আদিত্যনাথের পুলিশের গুলিতে গতকাল মৃত্যু হয়েছে ছ'জন বিক্ষোভকারীর, আজ শনিবার মারা গিয়েছেন আরও ছ'জন। পরিস্থিতি খতিয়ে দেখতে তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল আগামীকাল লখনৌতে যাবে।
উত্তরপ্রদেশ পুলিশের ডিরেক্টর জেনারেল আজ সাংবাদিকদের বলেন, বহিরাগতরা রাজ্যে এসে গণ্ডগোল বাধাচ্ছে। বিক্ষোভকারীদের কেউ কেউ বাংলায় কথা বলছিলেন। পুলিশ খোঁজ নিচ্ছে। তৃণমূলের বক্তব্য, পশ্চিমবঙ্গে বিজেপির লোকেরা লুঙ্গি আর ফেজ টুপি পরে মুসলমান সেজে ভাঙচুর চালিয়েছে ধরা পড়ে যাওয়ায় বিজেপি প্রশাসন এই ভাবে বদলা নিতে চাইছে।
Your browser doesn’t support HTML5
কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তীর রিপোর্ট