প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ইম্পিচমেন্ট বা অভিশংসন বিষয়ক সেনেটের বিচার প্রক্রিয়ায়, ডেমক্র্যাটদের পক্ষে প্রাথমিক যুক্তি তর্ক স্থাপনের আজই শেষ দিন।হাউজ জুডিশিয়ারি কমিটির প্রধান জেরড ন্যাডলার গতকাল বলেন যে, একজন প্রেসিডেন্ট যিনি তাঁর ক্ষমতার সীমাবদ্ধতা বোঝেন না তিনি বস্তুত প্রজাতন্ত্রের প্রতি একরকমের হুমকি সৃষ্টি করেন।
প্রেসিডেন্ট ট্রাম্পের এই বিচার প্রক্রিয়া বিশ্লেষণের জন্য আজ নিউ ইয়ক থেকে সরাসরি টেলিফোন লাইনে যোগ দিয়েছেন প্রবীণ সাংবাদিক ও সংবাদ বিশ্লেষক সৈয়দ মোহাম্মদউল্লাহ । আর তাঁর সঙ্গে কথা বলছেন ভয়েস অফ আমেরিকার স্টুডিও থেকে আনিস আহমেদ।
Your browser doesn’t support HTML5
সৈয়দ মোহাম্মদউল্লাহর সঙ্গে কথা বলেছেন আনিস আহমেদ