দলের চার রাজ্যসভা প্রার্থীর নাম ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়

পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ তাঁর দলের চার রাজ্যসভা প্রার্থীর নাম ঘোষণা করেছেন।

আগামী ২৬শে মার্চ ভারতের সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার মোট ২৪৫টি আসনের মধ্যে কিছু আসনে অন্তর্বর্তী নির্বাচন হবে। রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের ১৩ জন সদস্যের মধ্যে শিল্পী যোগেন চৌধুরী, রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব ও প্রাক্তন বিদ্যুৎমন্ত্রী মনীশ গুপ্ত, ব্যবসায়ী কে ডি সিং এবং সংবাদপত্র সম্পাদক আহমেদ হাসান ইমরান, এই চার জনের মেয়াদ ২ এপ্রিল শেষ হয়ে যাচ্ছে। তাঁদের জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদী, তৃণমূলের সাধারণ সম্পাদক সুব্রত বক্সী, মঞ্চ ব্যক্তিত্ব অর্পিতা ঘোষ এবং কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দেওয়া প্রাক্তন সাংসদ মৌসম নূরকে বেছে নিয়েছেন।

এক ট্যুইট বার্তায় মমতা বলেন, "আজ নারী দিবস উপলক্ষে গর্বের সঙ্গে জানাচ্ছি যে আমি নারীশক্তির উত্থানের জন্য নিরন্তর চেষ্টা করি এবং এবার আমাদের দল যাঁদের মনোনয়ন দিয়েছে তাঁদের অর্ধেকই নারী।"

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তীর রিপোর্ট