পশ্চিমবঙ্গে নারদ মামলায় ধৃত এসএমএইচ মির্জা আর মুকুল রায়কে জেরা করেছে সিবিআই

পশ্চিমবঙ্গে নারদ মামলায় ধৃত পুলিশ অফিসার এসএমএইচ মির্জা আর বিজেপি নেতা মুকুল রায়কে আজ মুখোমুখি বসিয়ে জেরা করেছে সিবিআই।

গতকালই ভারতীয় তদন্ত সংস্থা সিবিআই মুকুলকে নারদ দুর্ণীতি প্রসঙ্গে অনেকক্ষণ জেরা করেছিল। আজ রবিবার ছুটির দিনেও দুপুরে নারদ মামলার তদন্তকারী অফিসার রঞ্জিত কুমার সহ সিবিআইয়ের বারো জন অফিসার মির্জাকে নিয়ে কলকাতায় মুকুল রায়ের বাড়িতে যান। দু'জনকে মুখোমুখি বসিয়ে জেরা করেন তাঁরা। গোটা জেরা পর্বের ভিডিও তুলে রাখা হয়েছে। তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়ার জন্য তাঁকে মমতা বন্দ্যোপাধ্যায় ফাঁসাতে চাইছেন বলে অভিযোগ করেন মুকুল।

এককালে তৃণমূল নেতৃত্বের দু'নম্বর মুকুল রায়ের অনুগত বলে পরিচিত ছিলেন মির্জা। নারদ সংবাদ সংস্থার সম্পাদক ম্যাথু স্যামুয়েল রাজনৈতিক নেতাদের দুর্ণীতি ফাঁস করতে একটি স্টিং অপারেশন করেন। তাঁর গোপন ক্যামেরায় কিছু নেতাকে দেখা যায় টাকা নিতে। মুকুল নিজের হাতে টাকা না নিয়ে মির্জার কাছে দিতে বলেন। ২০১৬ সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে স্টিং ভিডিও ফুটেজ বেরোয়। তবে এ ব্যাপারে সিবিআই তদন্ত সম্প্রতি জোর কদমে চলতে শুরু করেছে।

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তীর রিপোর্ট