ভারতে সার্বিক বিকাশের হার যে বছর সবচেয়ে ঊর্দ্ধমুখী ছিল,সেই বছরই কর্মসংস্থানের হার কমে অনেক

সংবাদসংস্থা পিটিআই সূত্রের খবর এক কথায় যাকে বলে কর্মহীন বিকাশ।অর্থনীতিতে এ এক উলটপুরান।অসম্ভব মনে হলেও এই সত্যটাই ধরা পড়েছে ভারতের জাতীয় অর্থনীতির সামাজিক উন্নয়ন নিয়ে এক সমীক্ষায়।

দেশের প্রথম সারির বনিক সভা অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান চেম্বার অফ কর্মাস ( অ্যাসোচেম) এর এই সমীক্ষা বলছে.... ভারতে সার্বিক বিকাশের হার যে বছর সবচেয়ে বেশী ঊর্দ্ধমুখী ছিল, সেই বছরই কর্মসংস্থানের হার কমেছে উল্লেখযোগ্য ভাবে।

শঅ্যাসোচেমের এই সমীক্ষার তথ্য বলছে ....আর্থিক উন্নয়নের হার বৃদ্ধির এই দুটি উল্লেখযোগ্য বছরেই কাজ হারিয়েছেন 50 লক্ষ মানুষ। তাহলে কী অর্থনীতির সার্বিক বৃদ্ধির সংগে কর্মসৃষ্টির কোনো সম্পর্ক নেই বলেই কি প্রশ্ন তুলেছেন দেশের তথ্যভিজ্ঞ মহল।পরমাশিস ঘোষরায়ের রিপোর্ট:

Your browser doesn’t support HTML5

pgr econ