ব্রেক্সিট-এর ফলে ভারতের রপ্তানি বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়বে: ভারতের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা

বৃটেন ইউরোপিয়ান ইউনিয়ন ছেড়ে যাবার ফলে দেশটিতে ভারতের রপ্তানি বাণিজ্য মার খাবে বলে মনে করছেন ভারতের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা অরবিন্দ সুব্রামনিয়ান।

আবার পাশাপাশি তিনি এমনও মনে করেন, ব্রেক্সিট-এর ভাল দিক হল, আন্তর্জাতিক বাজারে তেলের দর আপাতত কিছুটা কমবে। তাঁর মতে, দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর কালে বৃটেনের ইইউ ত্যাগ অন্যতম তাৎপর্যপূর্ণ ঘটনা।

এ ঘটনার আরেকটি ভাল সম্ভাবনা হল, আমেরিকার ফেডারেল রিজার্ভ শিগগিরি ব্যাঙ্কের সুদের হার কমাবে না। তেমন সিদ্ধান্ত প্রভাবিত করবে ভারতের ব্যাঙ্কের সুদের হারকেও। এখনই ভারতেও তাহলে ব্যাঙ্কের সুদের হার বাড়বে না। শিল্পের পক্ষে সেটা সুখবর।

সুব্রামনিয়ান বলেন, ভারতের অর্থনীতিতে ব্রেক্সিট-এর ঠিক কি কি ভাল-মন্দ প্রভাব পড়তে পারে, তা খুঁটিয়ে দেখতে প্রধানমন্ত্রী শিগগিরি বিশেষজ্ঞদের একটি কমিটি গড়তে পারেন। সাধারণ ভাবে আগামী ১০-১৫ বছরে ভারতীয় অর্থনীতির বৃদ্ধির হার ৮ থেকে ১০ শতাংশ থাকতে পারে বলেই মনে করছেন তিনি। কলকাতা থেকে গৌতম গুপ্ত।

Your browser doesn’t support HTML5

ব্রেক্সিট-এর ফলে ভারতের রপ্তানি বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়বে: ভারতের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা