ভারতের জম্মু কাশ্মীরে ঈদ উল ফিতর উদযাপন, আগানীকাল অন্যান্য এলাকায় ঈদ উদযাপিত হবে

Eid al-Fitr festival

ভারতে ধর্মীয় উৎসাহ উদ্দীপনায় জম্মু কাশ্মীরে চলছে ঈদ উল ফিতর। সকাল থেকেই মসজিদ অন্যান্য স্থানে ধর্মপ্রাণ বহু মুসলিম ঈদের নামাজে অংশ নেন। শ্রীনগরের ঈদগা ময়দান হজরতবাল দরগায় বহু মানুষ যোগ দেন। মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিওহজরতবাল দরগায় অংশ নেন। যদিও পশ্চিমবঙ্গ সহ গোটা দেশেই পবিত্র ঈদ উদযাপিত হবে আগামী কাল। কলকাতার নাখোদা মসজিদের ইমাম মৌলানা শফিক কাশমী এই খবর জানিয়েছেন। রাজ্যজুড়ে ইতি মধ্যে ঈদ উদযাপনের প্রস্তুতি পুরোদমে চলছে। জামাকাপড়খাবার দাবারের দোকানে উপচে পড়া ভীড়।মুসলিম ধর্মালম্বী মানুষ জন অধীর আগ্রহে অপেক্ষা করছেন প্রার্থিত ক্ষনের। এদিকে পবিত্র ঈদ উৎসব উপলক্ষে দুদিন ছুটি ঘোষনা করেছেপশ্চিমবঙ্গ সরকার।
অন্যদিকে কেন্দ্রীয় সরকারিঅফিস গুলিতে আগামীকাল ঈদের ছুটি ঘোষনা করেছে।এখন শুধুই অপেক্ষা রাত পোহালেই গোটা দেশ মেতে উঠবে পবিত্র ঈদ উৎসবের আনন্দে।
কলকাতা থেকে বিস্তারিত জানিয়েছেন পরমাশিষ ঘোষ রায়।

Your browser doesn’t support HTML5

পরমাশিষ ঘোষ রায়ের রিপোর্ট