বাবুল সুপ্রিয়কে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন

পশ্চিমবঙ্গে বাংলায় নির্বাচনী প্রচারের জন্য গান রেকর্ড করে আদর্শ আচরণ বিধি ভাঙার দায়ে বিজেপি'র সাংসদ-গায়ক বাবুল সুপ্রিয়কে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে নির্বাচন কমিশন।

রবিবার মুম্বাইয়ের স্টুডিওতে বাংলার জন্য প্রচার সঙ্গীত রেকর্ড করেছিলেন আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। সেই গানের ক্লিপিং গেরুয়া শিবিরের সমর্থকরা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিতে বেশি সময় নেননি। কিন্তু গান রেকর্ডের ৪৮ ঘণ্টা পেরনোর আগেই তা নিয়ে থানায় অভিযোগ হল বাবুলের বিরুদ্ধে। গানের একাধিক শব্দ নিয়ে আপত্তি তুলেছিল বাংলার শাসক দল। জানিয়েছিল নির্বাচন কমিশনকেও। তার ভিত্তিতেই মঙ্গলবার বাবুলকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কমিশন।

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে দীপংকর চক্রবর্তী'র রিপোর্ট।