বিধান সভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের জেলা সফর শুরু

আগামী বিধান সভা ভোটের কথা মাথায় রেখে দিল্লী থেকে নির্বাচন কমিশনের কর্তা ব্যক্তিরা এখন প্রায়শই কলকাতায় আসছেন। দফায় দফায় বৈঠকও করছেন। তাদের নির্দেশেই কলকাতা থেকে নির্বাচন কমিশনের কর্তারা এবার জেলা সফর শুরু করলেন।

সাধারনত যা ভোটের বিজ্ঞপ্তি প্রকাশের পরে হয়, এবার তা এক মাস আগে থেকেই শুরু হয়ে গেল। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক শৈবাল বর্মন ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে গেলেন বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়া জেলা। যে বীরভূম জেলা নিয়ে গত তিন বছর ধরে বিরোধীদের সবচেয়ে বেশী অভিযোগ, সেই জেলা দিয়েই জেলা সফর শুরু করলেন নির্বাচন কমিশনের কর্তা। কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়।

Your browser doesn’t support HTML5

বিধান সভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের জেলা সফর শুরু