ভারতে লোকসভা নির্বাচনের দিন ঘোষণার পর মাত্র ১০ দিনেই প্রায় ছ’কোটি কালো টাকা উদ্ধার

গত ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে রাজ্য থেকে ৭ কোটি ৮০ লক্ষ কালো টাকা উদ্ধার করেছিল নির্বাচন কমিশন। এবারের লোকসভা নির্বাচনের দিন ঘোষণার পর মাত্র ১০ দিনেই উদ্ধার হল প্রায় ছ’কোটি টাকা। প্রশ্ন উঠেছে, এখনও ভোট শেষ হতে বহু বাকি, তার আগেই যদি গতবারের বাজেয়াপ্ত টাকার কাছাকাছি পৌঁছে যায়, তাহলে ভোট শেষ হলে কোথায় গিয়ে দাঁড়াবে?

এত অঙ্কের কালো টাকা উদ্ধার হওয়ায় উদ্বিগ্ন নির্বাচন কমিশন। কোথা থেকে এই কালো টাকা আসছে, তা খতিয়ে দেখতে আয়কর দপ্তরকে নির্দেশ দিয়েছে তারা। ইতিমধ্যে প্রথম ও দ্বিতীয় দফার ভোটে ছ’জন এক্সপেন্ডিচার অবজারভার বা ব্যয় পর্যবেক্ষক রাজ্যে চলে এসেছেন। তাঁরা খরচের উপর এবং টাকা নিয়ে যাতায়াতে বিশেষ নজর দিচ্ছেন। এবারের লোকসভা ভোটে আইনশৃঙ্খলা সহ টাকাপয়সা লেনদেনের উপরে বিশেষ নজর রাখছে কমিশন। তার জন্য বিমানবন্দর ও রেলওয়ে কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে। বেশি পরিমাণে টাকা নিয়ে যাতায়াত করলে আয়কর দপ্তর ও কমিশনকে জানাতে বলা হয়েছে। উল্লেখ করা যেতে পারে গত ১০ মার্চ লোকসভা ভোটের বিজ্ঞপ্তি প্রকাশের পরদিন থেকেই আয়কর দপ্তর রাজ্যের বিভিন্ন জায়গায় হানা দেয়। পুলিসের তৈরি ফ্লাইং স্কোয়াডও অভিযান চালায়। গত ২১ শে মার্চ পর্যন্ত আয়কর দপ্তর, পুলিস মিলে বাজেয়াপ্ত করেছে ৫ কোটি ১৯ লক্ষ ৫৬ হাজার টাকা। পুলিস গতকাল শুক্রবার কলকাতা থেকে উদ্ধার করেছে ৭০ লক্ষ টাকা। সব মিলিয়ে এ পর্যন্ত প্রায় ৬ কোটি টাকা বাজেয়াপ্ত হয়েছে।

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে পরমাশিষ ঘোষরায়ের রিপোর্ট