ভারতের নির্বাচনী প্রচারে অংশ নিয়ে অভিনেতা ফেরদৌস কালো তালিকাভুক্ত হলেন

অভিনেতা ফেরদৌস আহমেদ শুধু বাংলাদেশেই জনপ্রিয় নন, টলিউডের কয়েকটি ছবিতে অভিনয় করে ওপার বাংলার মানুষের কাছেও তিনি প্রিয়। গত ১৪ই এপ্রিল রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কানহাইয়ালাল আগরওয়ালের হয়ে তাঁকে ভোটে প্রচার করতে দেখা যায়। একজন বিদেশীকে প্রচারের কাজে লাগানোয় আদর্শ আচরণ বিধি লঙ্ঘন করা হয়েছে বলে বিজেপি নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানায়। আজ কমিশন বলেছে, বিদেশের কোনও নাগরিক প্রচারে অংশ নিতে পারবেন না, এমন কোনও নির্দেশ আচরণ বিধিতে নেই।

রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, বাংলাদেশের সীমান্তবর্তী ওই কেন্দ্রের ভোট দাতাদের অনেকেই মুসলমান। তাই তাঁদের ভোট চাইতে মমতা বন্দ্যোপাধ্যায় ওই বাংলাদেশী চিত্রতারকাকে নিয়ে এসেছেন।

ফেরদৌস তাঁর ভিসার শর্ত ভেঙেছেন কিনা তা জানতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক মঙ্গলবার কলকাতার ফরেনার্স রেজিস্ট্রেশন অফিসে নোট পাঠিয়েছে। এই বিতর্কে স্পষ্টতই বিব্রত কলকাতার বাংলাদেশ ডেপুটি হাই কমিশনার নিজে টেলিফোন করে ফেরদৌসকে অবিলম্বে দেশে ফিরতে বলেছেন।

Your browser doesn’t support HTML5

India election



দীপংকর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা