লোকসভা নির্বাচনের কৌশল নির্ণয়ে ব্যস্ত হয়ে পড়েছে ভারতের রাজনৈতিক দলগুলি

নির্বাচন গণতন্ত্রের অঙ্গ। পাঁচ বিধানসভা নির্বাচনের ফল বেরোতে না বেরোতেই রাজনৈতিক দলগুলি ২০১৯-এর লোকসভা নির্বাচনের কৌশল নির্ণয়ে ব্যস্ত হয়ে পড়ল। বিজেপি-র ঘোষিত লক্ষ্য, কংগ্রেস-মুক্ত ভারত গড়ে তোলা। একই ভাবে কংগ্রেস, বামপন্থীরা আর কয়েকটি আঞ্চলিক দল বিজেপি-কে নির্মূল করতে চায়। কেউ-ই একা এ কাজে এগোতে পারবে না। তাই এখন থেকেই অাঞ্চলিক দলগুলি থেকে সঙ্গী খুঁজে জোট গড়বার প্রস্তুতি। বিহারের মুখ্যমন্ত্রি নীতিশ কুমার এই জোটে বিভিন্ন অাঞ্চলিক দল, বামপন্থী আর কংগ্রেসকে চান। মমতা বন্দ্যোপাধ্যায় জোট চাইলেও তাতে বামপন্থীদের চান না। এ ছাড়া, উত্তর প্রদেশে মুলায়ম কিংবা মায়াবতী, তামিলনাড়ুতে করুণানিধি কিংবা জয়ললিতা একে-অপরকে সহ্য করতে পারেন না। এর ওপর রয়েছে আঞ্চলিক নেতাদের নিজস্ব রাজনৈতিক উচ্চাশা। তাই শক্তিশালী জোট গড়া খুব শক্ত। আবার, জোট ছাড়া জাতীয় রাজনীতিতে অনিশ্চয়তা রয়েই যাবে বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।

Your browser doesn’t support HTML5

২০১৯-এর লোকসভা নির্বাচনের কৌশল নির্ণয়ে ব্যস্ত হয়ে পড়েছে ভারতের রাজনৈতিক দলগুলি