এক বিধ্বংসী আগুনে বড়বাজারের বাগড়ি মার্কেট পুড়ে খাক হয়ে গিয়েছে

ক্যানিং স্ট্রিটের ঘিঞ্জি এলাকায় দাহ্য পদার্থ বোঝাই ওই পাইকারি বাজারে শনিবার রাত আড়াইটা নাগাদ আগুন লাগে। খুব তাড়াতাড়ি আগুন ছড়িয়ে পড়ে এবং গোটা বাড়িটা দাউ দাউ করে জ্বলতে থাকে। দমকলের ৩৫টি ইঞ্জিন ১৪ ঘন্টা ধরে চেষ্টা করে আগুন আংশিক নিয়ন্ত্রণে আনতে পারলেও পুরোপুরি নেভানো যায়নি। সরু রাস্তা, পর্যাপ্ত জলের অভাব, আর লোকের ভিড়ে কাজ বিঘ্নিত হচ্ছে। আগুনের তাপে আর জলের তোড়ে বাড়িটিতে ফাটল ধরেছে, যে কোনও মুহূর্তে সেটি ভেঙে পড়ার আশংকা। উৎসবের মরশুম শুরু হওয়ার মুখে এই আগুনে বহু ব্যবসায়ী সর্বস্বান্ত হয়ে গিয়েছেন।

তবে দমকলের একজন কর্মী আহত হওয়া ছাড়া আর কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। কীভাবে আগুন লাগে, প্রশ্ন করা হলে দমকলের ডিরেক্টর জেনারেল ঘটনাস্থলে বলেছেন, আমরা আগে আগুন পুরোপুরি নেভানোর চেষ্টা করছি। তারপর কার্যকারণের কথা ভাবব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশ যাত্রার প্রাক্কালে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন।

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তীর রিপোর্ট