ভারতে আতসবাজি বিক্রির উপর নিষেধাজ্ঞা

An Indian shopkeeper sells fire crackers in New Delhi, Oct. 9, 2017.

দীপাবলি উৎসবের আগে দিল্লি-সহ ন্যাশনাল ক্যাপিটল রিজিয়নে আতসবাজি বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করল সুপ্রিম কোর্ট।এ কে সিকরির নেতৃত্বাধীন বেঞ্চ এই নির্দেশ দেয়। প্রসঙ্গত বলাযেতে পারে আতসবাজি বিক্রির উপর গত বছরও নিষেধাজ্ঞা জারি করেছিল আদালত। এবছরও পয়লা নভেম্বর পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে বলে জানিয়েছে শীর্ষ আদালত।গতমাসেই অন্তর্বর্তী রায়ে আতসবাজি বিক্রির ওপর নিষেধাজ্ঞা সাময়িক স্থগিত করেছিল শীর্ষ আদালত। এদিন বেঞ্চ জানিয়ে দেয়, আগামী পয়লা নভেম্বর থেকে ফের আতসবাজি বিক্রি করা যাবে।এদিকে সুপ্রিম কোর্টের এই রায়কে স্বাগত জানিয়েছে বিশেষজ্ঞরা। তারা জানিয়েছে, এমনিতেই দিল্লির বাতাস দূষিত। কারণ, খড় জ্বালানো হয়, আবার কুয়াশা পড়তে শুরু করে। আতসবাজির ধোঁয়া সমস্যাকে আরও কয়েক গুণ বাড়িয়ে তোলে। এই নিষেধাজ্ঞার ফলে, তা কিছুটা হলেও নিয়ন্ত্রণে থাকবে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের দাবি, বাজিতে মজুত বিভিন্ন রাসায়নিক ও ধাতুর ফলে বাতাসে বিষাক্ত ও কার্সিনোজেনিক যৌগ যুক্ত হয়। এতে, বিশেষ করে শিশু ও গর্ভস্থ সন্তানদের সমস্যা বৃদ্ধি হতে পারে।অন্যদিকে, শীর্ষ আদালতের রায়ে মাথায় হাত বাজি বিক্রেতাদের। তাঁদের দাবি, আদালতের রায়ের ফলে এবছরের দীপাবলির আনন্দ ধোঁয়া হয়ে গেল।
বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়।

Your browser doesn’t support HTML5

পরমাশিষ ঘোষ রায়ের রিপোর্ট আতসবাজি