প্রবল ঝড়বৃষ্টির ফলে আরও ভয়াবহ হয়ে উঠেছে অসমের বন্যা পরিস্থিতি

টানা চারদিন ধরে প্রবল ঝড়বৃষ্টির ফলে আরও ভয়াবহ হয়ে উঠেছে দেশের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য অসমের বন্যা পরিস্থিতি। এখনও পর্যন্ত রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মোট ৪২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আর ক্ষতিগ্রস্ত হয়েছেন ১৩ লক্ষের বেশি মানুষ। ব্রহ্মপুত্র নদের জল বেশিরভাগ জায়গায় বিপদসীমার উপর দিয়ে বয়ে যাওয়ার কারণে সতর্ক রয়েছে অসম ও অরুণাচল প্রদেশের সরকার। অনেক জায়গায় নতুন করে জল বাড়তে পারে বলেও সতর্ক করা হয়েছে।

ভারতীয় আবহাওয়া দপ্তর থেকে সদ্য প্রকাশিত বুলেটিনে উল্লেখ করা হয়েছে, চারদিন টানা বৃষ্টিপাতের ফলে অসমের পরিস্থিতি ভয়ানক হয়ে উঠেছে। ৪২ জন মারা গিয়েছেন ও ১৩ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত। ব্রহ্মপুত্র-সহ রাজ্যের প্রধান নদ-নদীগুলিতে জলস্তর বৃদ্ধির ফলে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। আগামী ১৬ জুলাই পর্যন্ত প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে খবর।

Your browser doesn’t support HTML5

প্রবল ঝড়বৃষ্টির ফলে আরও ভয়াবহ হয়ে উঠেছে অসমের বন্যা পরিস্থিতি