ভারতে সাংবাদিক স্বাধীনতায় হস্তক্ষেপ

ভারতের এডিটরস গিল্ড ও অন্যান্য সাংবাদিক সংগঠনগুলি তীব্র প্রতিবাদ করেছে এক সাংবাদিককে হেনস্থা করবার জন্য। এঁর দোষ হল, সরকারি পরিচয়পত্র আধার কার্ড-এর যাবতীয় গোপন তথ্য যে সামান্য অর্থের বিনিময়েই ফাঁস করে দেওয়া সম্ভব, তা ঐ সাংবাদিক প্রমাণ করে দিয়েছেন। আধার পরিচালনা করে যে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, তাদের সব গোপন তথ্য যে একটু চেষ্টা করলেই ফাঁস করা যায়, তা অনেক দিন থেকেই অভিযোগ শোনা যাচ্ছে। এ ক্ষেত্রে ট্রিবিউন পত্রিকার এক সাংবাদিক একেবারে হাতেনাতে তার প্রমাণ দিয়েছেন। বিনিময়ে ঘুষ দিতে হয়েছে মাত্র ৫০০ টাকা! গিল্ডের বক্তব্য, সাংবাদিক তো আধার কার্ডের ঢিলেঢালা গোপনীয়তার ত্রুটিই তুলে ধরেছেন। সরকার বরং ঐ ত্রুটি শুধরে নিয়ে ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা নিশ্চিত করুক। আর সাংবাদিকের সংবাদ সংগ্রহের অধিকারে হস্তক্ষেপ করা হবে কেন?

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট