ঈদ উপহার হিসেবে বাংলাদেশকে ১০টি রেল ইঞ্জিন দিয়েছে ভারত

বন্ধুত্বের নিদর্শন স্বরুপ ঈদ উপহার হিসেবে বাংলাদেশকে ১০ টি রেল ইঞ্জিন দিয়েছে ভারত। করোনার কারনে লোকোমোটিভ ইঞ্জিনগুলো ভিডিও কনফারেন্সের মাধ্যমে হস্তান্তর করা হয়। ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার গেদে রেলস্টেশন থেকে বাংলাদেশের চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর দিয়ে পৌঁছায় রেল ইঞ্জিনগুলো। ঢাকার কমলাপুর স্টেশন ম্যানেজার জানান, ইঞ্জিনগুলো দেশের বিভিন্ন রুটে সংযুক্ত হবে। এছাড়া তাৎক্ষনিকভাবে কোনো ইঞ্জিনে ত্রটি দেখা দিলে পরিবর্তন করে এগুলো দেয়া হবে।

বাংলাদেশ সরকার বেশ কয়েকবছর ধরে নতুন নতুন ইঞ্চিন ও বগি কেনার পাশাপাশি রেল লাইন সম্প্রসারনের কাজ করে যাচ্ছে। এবার উপহার হিসেবে পাওয়া ১০ টি ইঞ্জির রেল যোগাযোগে আরো ভূমিকা রাখবে বলে প্রত্যাশা যাত্রী সাধারনের।ভারেতর কাছ থেকে ইঞ্জিনগুলো উপহার পাওয়ার পর সেদেশের সরকার এবং জনগনকে ধন্যবাদ জানান, বাংলাদেশের রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

এ বিষয়ে ভারতের রেলমন্ত্রী শ্রী পীযূষ গোয়াল বলেন, পারস্পরিক বিশ্বাস আর শ্রদ্ধার ভিত্তিতে রচিত ভারত-বাংরাদেশের সম্পর্ক।এ ধরনের সহযোগীতা দু'দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে মনে করছেন সাধারন মানুষ।

Your browser doesn’t support HTML5

ঈদ উপহার হিসেবে বাংলাদেশকে ১০টি রেল ইঞ্জিন দিয়েছে ভারত