সোনা আমদানী হ্রাস ও চোরাচালানী রোধে ভারত সরকারের বিশেষ কর্মসূচী

ভারতে সোনার আমদানী হ্রাস এবং বে আইনী ভাবে সোনা নিয়ে আসা রোধ করার জন্য ভারত সরকার Gold Monetization নামের একটি কর্মসূচী চালু করেছে। ভারতীয়দের স্বর্ণ তৃষ্ণা কোনও দিনই মেটবার নয়। অথচ, চাহিদার সামান্য সোনাই দেশে উতপাদিত হয়। বাকি সোনা বিদেশ থেকে আইনি বা বেআইনি পথে আসে। বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা ব্যয় হয়ে যায়। এর সমাধান পেতে ভারত সরকার গোল্ড মনেটাইজেশন স্কিম শুরু করল। অর্থাত, গ্রাহক নিজের ঘরের সোনা ব্যাঙ্কে নিয়ে গেলে ব্যাঙ্ক সোনার বিনিময়ে টাকা দেবে ব্যাঙ্কেই জমা রাখবার জন্য।

গ্রাহকের দিক থেকে সুবিধে হল, জমা টাকার ওপর যে সুদ দেওয়া হবে, তার ওপর কোনও কর দিতে হবে না। বিনিময়ে সরকারের লাভ হবে এই যে, ব্যাঙ্কে জমা পড়া সোনা বাজারে এসে ঢুকলে সেই পরিমাণ সোনা বিদেশ থেকে আমদানি করতে হবে না। বাঁচবে বিদেশি মুদ্রা। জমার মেয়াদ শেষ হলে গ্রাহক সুদ সমেত অর্থ ফেরত পাবেন সোনায় বা টাকায়। লাভ দু তরফেরই।

Your browser doesn’t support HTML5

সোনা আমদানী হ্রাস ও চোরাচালানী রোধে ভারত সরকারের বিশেষ কর্মসূচী