গত সোমবার জম্মু কাশ্মীরের অমরনাথ তীর্থ যাত্রীদের ওপর সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে জঙ্গিদের বিরুদ্ধে বড় ধরনের অভিযানের প্রস্তুতি নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার।
সংশ্লিষ্ট সূত্রের খবর, বিভিন্ন ঘাঁটিতে লুকিয়ে থাকা জঙ্গিদের খুঁজে বের করে উচিৎ শিক্ষা দিতে জম্মু ও কাশ্মীর পুলিশ, আধাসামরিক বাহিনী, সেনা ও গোয়েন্দাদের নিয়ে তৈরি একটি যৌথবাহিনীকে নির্দেশ দিয়েছে কেন্দ্রের সরকার। অমরনাথ যাত্রার রুটে নিরাপত্তা নিশ্ছিদ্র করতে বিশেষ বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। নিরাপত্তা বাড়াতে আরো বেশি ব্যাটালিয়ন মোতায়েন করা হতে পারে।
জানা গিয়েছে, কাশ্মীর থেকে কেন্দ্রীয় মন্ত্রী জীতেন্দ্র সিংহ ও হংসরাজ অহির জম্মু কাশ্মীর থেকে পরিদর্শন করে আসার পরই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। একই সাথে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের নেতৃত্বে কেন্দ্রের উচ্চপর্যায়ের বৈঠকের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জম্মু কাশ্মীরে সর্ব্বোচ নিরাপত্তা ব্যবস্থা জারি করা হয়েছে। কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়।
Your browser doesn’t support HTML5
জম্মু কাশ্মীরে জঙ্গিদের বিরুদ্ধে বড় ধরনের অভিযানের প্রস্তুতি নিচ্ছে ভারত