হাথরস নিয়ে তুঙ্গে উঠেছে ভারতের রাজনীতি

India gangrape hathras Derek O brian

উত্তরপ্রদেশের হাথরসে দলিত কন্যার গণধর্ষণের ঘটনায় এবং পরবর্তী সময়ে তাঁর মৃত্যুর ফলে গোটা দেশব্যাপী যে আলোড়ন তৈরি হয়েছে তার পরিপ্রেক্ষিতেই হাথরসে মৃতার বাড়িতে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ভারতের বিরোধী রাজনৈতিক দলগুলি। পিছিয়ে নেই তৃণমূল কংগ্রেস ও। আজ তৃণমূল কংগ্রেসের সাংসদ ডেরেক ও ব্রায়েন দলের অন্যান্য সাংসদের সঙ্গে হাথরস যাওয়ার চেষ্টা করলে তাঁদের আটকে দেয় উত্তরপ্রদেশের রাজ্য পুলিশ। ধাক্কাধাক্কিতে মাটিতে পড়ে যান ডেরেক ও ব্রায়েন। পুলিশ ও তৃণমূল সাংসদদের তর্কাতর্কি বেধে যায়। প্রসঙ্গত বলা যেতে পাারে হাথরস নিয়ে তুঙ্গে উঠেছে ভারতের রাজনীতির দড়ি টানাটানি। গতকালই কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী হাথরস ঢোকার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কিতে পড়ে যান রাহুল গান্ধী। আজ আবার তৃণমূল সাংসদদের একটি দল মৃতার গ্রামে যাওয়ার চেষ্টা করে। পুলিশ তাঁদের বাধা দিলে শুরু হয় ধাক্কাধাক্কি।

Your browser doesn’t support HTML5

হাথরস নিয়ে তুঙ্গে উঠেছে ভারতের রাজনীতি