২০১৬ সালটা ছিল গত ১১৬ বছরের মধ্যে উষ্ণতম। কিন্তু আবহাওয়া বিজ্ঞানীদের পূর্বাভাস, এ বছরের গ্রীষ্ম আরও তপ্ত হতে পারে। তীব্র তাপপ্রবাহ টের পাওয়া যাবে প্রধানত উত্তর ও পশ্চিম ভারতের ১৮ রাজ্যে। বাদ যাবে না পশ্চিমবঙ্গও। গত বছরের গরমে দেশে ৭০০ মানুষের মৃত্যু হয়, এর মধ্যে ৪০০ জন তেলেঙ্গানা ও অনধ্র প্রদেশের। ২০১৬-য় রাজস্থানে ৫১ ডিগ্রি পর্যন্ত উঠেছিল তাপমাত্রা। এ বছর তার চেয়েও বেশি হতে পারে। বিশ্ব জুড়ে উষ্ণায়ন ও তার জেরে মেরু প্রদেশের বরফ গলে যাওয়ার কথা শোনা যাচ্ছে। কিন্তু অত দূরের যাবার দরকার নেই, ভারতেই তার দাপট আগামী গ্রীষ্মে টের পাওয়া যাবে রোদের ছ্যাঁকায়।
Your browser doesn’t support HTML5
গৌতম গুপ্তের রিপোর্ট (তাপ)