ভারতে প্রত্যক্ষ্য বিদেশি বিনিয়োগের পরিমান বহু পরিমান বেড়েছে

সংবাদ সংস্থা পিটি আই সূত্রের খবর দেশে প্রতক্ষ্য বিদেশি বিনিয়োগের পরিমান বহু পরিমান বেড়েছে বলে এক আর্থিক সমীক্ষায় উঠে এল এই তথ্য।গত এপ্রিল থেকে নভেম্বর মাসের মধ্যে প্রতক্ষ্য বিদেশী বিনিয়োগ 31 শতাংশ বৃদ্ধি পেয়েছে। ওই সময় 2 হাজার 80 কোটি মার্কিন ডলার লগ্নি হয়েছে । যার মধ্যে 60 শতাংশ লগ্নি হয়েছে সিঙ্গাপুর ও মরিশাস থেকে। 2014 সালের সেপ্টেম্বর মাসে মেক ইন ইন্ডিয়ার উদ্যোগে নেওয়া হয়। যার ফলে প্রতক্ষ্য বিদেশি বিনিয়োগের পরিমান 40 শতাং বেড়েছে। শিল্প ও পরিকাঠামো ক্ষেত্রে বিপুল বিনিয়োগের আশ্বাস পাওয়া গিয়েছে জাপান চীন ফ্রান্স ও দক্ষিণ কোরিয়ার কাছ থেকে।পরমাশিস ঘোষরায়ের রিপোর্ট:

Your browser doesn’t support HTML5

roy