ইরানের নতুন বন্দর নির্মাণে সাহায্রয করবে ভারত

India

এত দিন পাকিস্তান বাধা দিত বলে পাকিস্তানের মধ্যে দিয়ে আফগানিস্তানের সঙ্গে সরাসরি বাণিজ্য করতে পারত না ভারত। সেই বাধা এ বার দূর হতে চলেছে। ইরানের নতুন চাবাজার বন্দর নির্মাণের যে সূচনা হল সোমবার, সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রি নরেন্দ্র মোদি, ইরানের রাষ্ট্রপতি হাসান রৌহানি ও আফগানিস্তানের রাষ্ট্রপতি অশরাফ ঘনি। ভারত নিজে এই প্রকল্পে লগ্নি করবে ৮৫ মিলিয়ন ডলার আর ইরানকে ধার দেবে ১৫০ মিলিয়ন ডলারের। কেবল ইরান আর অাফগানিস্তানের সঙ্গে বাণিজ্যই নয়, ভারতের বাণিজ্য সম্প্রসারিত হবে রাশিয়া, মধ্য এশিয়া ও পূর্ব ইওরোপের দেশগুলির সঙ্গেও। ইরানের পরমাণু প্রকল্প নিয়ে আমেরিকার সঙ্গে যে বিবাদ চলছিল, তা মিটে যাওয়ার পরে ইরানের সঙ্গে ভারত নিজের সম্পর্কের উন্নতিও এগিয়ে নিয়ে যাচ্ছে। ভারতের অশোধিত তেল আমদানির একটা বড় অংশ আসে ইরান থেকে। বিদেশে চাবাজার বন্দর প্রকল্পই হবে বিদেশে ভারতের বৃহত্তম পরিকাঠামো প্রকল্পে লগ্নি। পাকিস্তান যে ভাবে আফগানিস্তান ও ইরানের সঙ্গে ভারতের বাণিজ্য সম্প্রসারণে বাধা দিচ্ছিল, সে সমস্যারও সমাধান হয়ে যাতে এই বন্দর প্রকল্পের দৌলতে।
বিস্তারিত জানিয়েছেন গৌতম গুপ্ত তার রিপোর্টে।

Your browser doesn’t support HTML5

গৌতম গুপ্তের রিপোর্ট