ভারতে, বিচারপতি নিয়োগ নিয়ে সরকার ও বিচার বিভাগের মধ্যে বিরোধ

বিচারবিভাগের সঙ্গে সরকারের দীর্ঘ দিনের বিরোধ বিচারপতি নিয়োগ পদ্ধতি নিয়ে। গত সপ্তাহে সুপ্রিম কোর্ট এই নিয়োগে বিচার বিভাগেরই অধিকার বলে রায় দিলেও এ কথাও বলেছে যে, এই পদ্ধতির সংস্কার প্রয়োজন। কাজেই প্রয়োজনীয় সংস্কার না হওয়া পর্যন্ত নতুন বিচারপতি নিয়োগ হবে কি না, কেউ জানেন না। অথচ, দেশের ২৪টি হাইকোর্টের ১,০৯৭টি বিচারপতি পদের ৩৯৭টি, বা ৩৯% শূন্য। আটটি হাইকোর্টে তো স্থায়ী প্রধান বিচারপতি পদ খালি রয়েছে। এ দিকে, লক্ষ লক্ষ মামলা বিচারের অপেক্ষায়। কলকাতা হাইকোর্টে ৩৪% বিচারপতি পদ খালি, এলাহাবাদ হাইকোর্টে ৫৩%। কর্নাটক ও রাজস্থান হাইকোর্টে খালি ৫০% করে। এই পরিস্থিতিতে দেশের গোটা বিচার ব্যবস্থাই যেন অচল হওয়ার অপেক্ষায়।। জানাচ্ছেন কলকাতা থেকে সংবাদদাতা গৌতম গুপ্ত।

Your browser doesn’t support HTML5

gupta judges