ভারত নিয়ন্ত্রিত উত্তর কাশ্মীরের বান্দিপোরায় সংঘর্ষে নিহত হন এক লস্কর জঙ্গি

Jammu and Kashmir

সেনা ও সরকারী সূত্রের খবর আজভারতীয় সময় সকালে সেনা-জঙ্গি গুলির লড়াই শুরু হয় উত্তর কাশ্মীরের বান্দিপোরায়। ঘটনায় নিহত হন এক লস্কর জঙ্গি।অন্য দিকেতিন সেনা জওয়ানও প্রাণ হারান, আহত হন বারো জন সেনা জওয়ান। সেনা ও জঙ্গিদের মধ্যে সংঘর্ষ চলাকালীন বান্দিপোরা জেলার হাজিন এলাকার প্যারে মোহল্লায় মৃত্যু হয় ওই জঙ্গির। পুলিশ সূত্রে খবর, সংঘর্ষে আহত সেনা জওয়ানদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্যে। সেখানেই দুই জওয়ানের মৃত্যু হয়। গোপন সূত্রে বান্দিপোরা এলাকায় জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে আজ সকালে তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। এলাকায় চিরুণি তল্লাশি চালানোর সময় আচমকাই সেনাবাহিনীর ওপর হামলা চালায় জঙ্গিরা। উল্লেখ করা যেতে পারে এর আগেগত বারোই ফেব্রুয়ারি কাশ্মীর উপত্যকায় জঙ্গি দমনে বড়সড় সাফল্য পায় সেনাবাহিনী। কুলগ্রামের ফ্রিসল এলাকায় সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে মৃত্যু হয় চার হিজবুল মুজাহিদিন জঙ্গির। শহিদ হন দুই ভারতীয় জওয়ানও।

এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়।

Your browser doesn’t support HTML5

পরমাশিষ ঘোষ রায় এর রিপোর্ট