সিমি'র ৮ জঙ্গীর মৃত্যুকে ঘিরে ভারতে চলছে বিতর্ক

ভারতে সোমবার ভূপালের জেল থেকে পলাতক আট জন সিমি জঙ্গীর সঙ্গে পুলিশের সংঘর্ষে ঐ ৮ জনেরই মৃত্যু ঘিরে ঘোর বিতর্ক শুরু হয়েছে।

বিরোধীদের সন্দিগ্ধ প্রশ্ন, সত্যি কি সংঘর্ষ হয়েছিল, নাকি পুলিশ ওদের হাতের কাছে পেয়ে গুলি করে হত্যাই করেছে? বিশেষত ঐ তথাকথিত সংঘর্ষের যে একটি ভিডিও ক্লিপ বিভিন্ন টেলিভিশন চ্যানেলে দেখানো হচ্ছে, তাতে মনে হচ্ছে জঙ্গীরা আত্মসমর্পণ করতে চাইছিল। তাহলে তাদের পুলিশ হত্যা করলো কেন?

সরকারের জবাব, ঐ ক্লিপ যে খাঁটি, তার কি প্রমাণ? বিজেপি বলছে, জঙ্গীদের হাতে নিহতদের চেয়ে খোদ জঙ্গীদের ওপরই বিরোধীদের বেশি দরদ।

অতীতে গত শতকের সত্তরের দশকে নকশাল বন্দী ও সন্দেহভাজনদের পুলিশের গুলিতে মৃত্যুকেও ঠাণ্ডা মাথায় হত্যা বলে অভিযোগ ছিল।

এখন কেউ চাইছেন বিচারবিভাগীয় তদন্ত, কেউবা দাবি তুলেছেন সিবিআই তদন্তের। কলকাতা থেকে গৌতম গুপ্ত।

Your browser doesn’t support HTML5

সিমি'র ৮ জঙ্গীর মৃত্যুকে ঘিরে ভারতে চলছে বিতর্ক