দুর্নীতি মামলায় বিহারের সাবেক মুখ্যমন্ত্রীর ১৪ বছরের কারাদন্ড

ভারতে প্রায় ৩ দশকের পুরনো পশুখাদ্য দুর্নীতি মামলায় চতুর্থ বারের জন্য দণ্ডিত হলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব। এবার তার ১৪ বছরের কারাদন্ড হয়েছে। জেল খেটে মুক্ত হতে হতে লালুর বয়স হবে ৮৩ বছর। তত দিন কি দলকে চালিয়ে রাখতে পারবে লালু-পুত্র তেজস্বী?

পুত্রের আশঙ্কা, জেলের মধ্যে লালুকে হত্যার চক্রান্ত করা হতে পারে। ভারতীয় রাজনীতির এক বর্ণময় চরিত্র লালুর জেলের বাইরে থাকা বা না-থাকা জাতীয় রাজনীতিতে ছায়া ফেলে। তেজস্বীর দাবি, লালু বাইরে থাকলে বিরোধী দলগুলির ঐক্য গড়ে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদিকে হারিয়ে দিতে পারতেন লালু।

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট।