ভারত সোমবার ৫,০০০ কিলোমিটার পাল্লার অগ্নি মিসাইলের সফল উৎক্ষেপন করেছে

India Missile

প্রয়োজনে সম্ভাব্য চিনা আক্রমণ প্রতিহত করতে ভারত এমন মিসাইল তৈরি করেছে যা চিনের উত্তর সীমান্ত পর্যন্ত পৌঁছে যেতে পারে। সোমবার তেমনই এক ৫,০০০ কিলোমিটার পাল্লার অগ্নি মিসাইলের সফল উতক্ষেপন করল ভারত। বিজ্ঞানীদের এ জন্য অভিনন্দন জানালেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিকর। এ দিকে, আগামী বছরের গোড়ায় চিনের সঙ্গে নেপালের সামরিক মহড়ার পরিকল্পনার খবর জেনে দুশ্চিন্তায় ভারত। অবশ্য ভারতে নেপালের রাষ্ট্রদূত দীপ উপাধ্যায় বলেন, ছোটখাট এই মহড়া নিয়ে ভারতের দুশ্চিন্তার কারণ নেই। চিন ও ভারতের মত দুই বড় দেশের মধ্যে নেপালের অবস্থান। দুই দেশই নেপালের সঙ্গে বেশি ঘনিষ্ঠতা চায়। নেপাল আবার দুই দেশের মধ্যে ভারসাম্য বজায় রাখা নিয়ে ব্যস্ত।
সে সম্পর্কে আমাদের কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্তের রিপোর্ট।

Your browser doesn’t support HTML5

গৌতম গুপ্তের রিপোর্ট (ক্ষেপণাস্ত্র)