ভারতে বিপুল অঙ্কের জাল নোট ঢুকিয়েছে আইএসআই

ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানতে পেরেছে, বিপুল অঙ্কের জাল নোট ভারতে ঢুকিয়েছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই। যার পরিমাণর কয়েকশো কোটি টাকা বলে সন্দেহ করা হচ্ছে।

পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকা দিয়ে জাল নোট ঢোকাতে ছক পাল্টাচ্ছে আইএসআইয়ের মদতপুষ্ট জাল নোটের কারবারিরা। কেবল রাজ্যের মালদহ বা মুর্শিদাবাদ জেলা দিয়েই নয়, এর বাইরে অন্যান্য এলাকাও ধরতে চাইছে তারা। এই কারণে রাজ্যের অন্যান্য জেলার ঝাড়গ্রাম, দুর্গাপুরের মতো এলাকাকে টার্গেট করেছে তারা। এমনই তথ্য হাতে এসেছে গোয়েন্দাদের।

Your browser doesn’t support HTML5

কলকাতা সংবাদদাতা পরমাশিষ ঘোষ রায়ের রিপোর্ট।