ভারতীয় তরুনদের ইসলামিক স্টেটে যোগদান রুখতে জঙ্গীবাদ বিরোধী কর্মসূচী এগিয়ে চলেছে ভারতে

ভারতীয় তরুনদের ইসলামিক স্টেটে যোগদান থেকে বিরত রাখার লক্ষ্যে সরকারের নেয়া জঙ্গীবাদ বিরোধী কর্মসূচী নিয়ে নান সমালোচনা হলেও তা এগিয়ে চলেছে। ভারতের মুসলমান নেতারা বলছেন,ঐ জঙ্গী গোষ্ঠী তাদের ইসলাম বিরোধী বর্বর কর্মকান্ড দিয়ে তরুনদের আকৃষ্ট করতে পারছে না। ভয়েস অফ এ্যামেরিকার সংবাদদাতা শেখ আজিজুর রহমানের প্রতিবেদন থেকে বিস্তারিত শোনাচ্ছেন রোকেয়া হায়দার ও তাওহীদুল ইসলাম:

Your browser doesn’t support HTML5

roquia towheed