ভারতে নিযুক্ত নিজ দেশের রাষ্ট্রদূতকে বরখাস্ত করলো নেপাল

ভারতে নেপালের রাষ্ট্রদূত দীপ উপাধ্যায়কে বরখাস্ত করলো দেশের কে পি শর্মা ওলি সরকার। তাঁর বিরুদ্ধে অভিযোগ, সম্প্রতি নেপালের ওলি সরকারকে সরানোর যে ষড়যন্ত্র হয়েছিল, তাতে জড়িত ছিলেন উপাধ্যায়।

গত সপ্তাহেই নেপালের বিদেশ মন্ত্রক থেকে অভিযোগ করা হয়েছিল, ওই সরকার বদলের ষড়যন্ত্রে ভারতের উস্কানি ছিল। আবার মঙ্গলবারই বিদেশ মন্ত্রক জানায়, নেপালে যা ঘটেছে, সবই অভ্যন্তরীণ রাজনীতির বিষয়। ভারতের তাতে কোনও ভূমিকা নেই।

উপাধ্যায় নিজে বলেছেন, নিজেদের দেশের কোনও সমস্যায় অন্য দেশকে অভিযুক্ত করাটা নিজেদেরই দুর্বলতাকে প্রকাশ করে। তিনি আরও মন্তব্য করেন, নেপালে এখন বহুদলীয় সরকার বলে একেক শরিক একেক রকম মন্তব্য করছেন। নেপালের ভারত-বিরোধী শক্তিগুলির জন্য রাজনৈতিক জটিলতা তৈরি হয়েছে বলেও তাঁর অভিমত। কলকাতা থেকে গৌতম গুপ্ত।

Your browser doesn’t support HTML5

ভারতে নিযুক্ত নিজ দেশের রাষ্ট্রদূতকে বরখাস্ত করলো নেপাল