আজ তেসরা মে, "বিশ্ব সংবাদমাধ্যম স্বাধীনতা দিবস"। মানুষকে আসল খবর জানাতে গিয়ে যাঁরা প্রাণ দিয়েছেন, সরকারের শাসানি, মাফিয়াদের হুমকি অগ্রাহ্য করে যাঁরা খবর করেছেন এবং করছেন, যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ, মহামারীতেও জীবনের ঝুঁকি নিয়ে যাঁরা ঘটনাস্থল থেকে খবর পাঠিয়ে গিয়েছেন এবং এখনো পাঠাচ্ছেন, পাঠকের কাছে ঠিক খবর পৌঁছে দেওয়ার জন্য খবরের কাগজ ও বিভিন্ন সংবাদমাধ্যমে যাঁরা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, তাঁদের সকলকে কুর্নিশ, ভালবাসা, শুভেচ্ছা।
সারা পৃথিবীতেই সংবাদমাধ্যমকে বলা হয় গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। আইনসভা, নির্বাচিত সরকার, বিচার বিভাগ ও সংবাদমাধ্যম। সুষ্ঠুভাবে ও সৎভাবে দেশ চালাতে গেলে নিরপেক্ষ সংবাদমাধ্যম অবশ্য প্রয়োজন। কারণ তার থেকেই সরকার জানবে দেশের কোথায় সত্যি কী ঘটছে।
Your browser doesn’t support HTML5
কলকাতা থেকে দীপংকর চক্রবর্তী'র রিপোর্ট।