ভারত যুক্তরাষ্ট্র থেকে অশোধিত তেল আমদানি শুরু করল

এই প্রথম ভারত অশোধিত তেল আমদানি শুরু করল যুক্তরাষ্ট্র থেকে। কয়েক দিন আগেই এক ট্যাঙ্কার অশোধিত তেল এসে পৌঁছেছে পারাদীপ বন্দরে। সেখানকার শোধন কেন্দ্রেই কাজে ব্যবহৃত হবে ঐ তেল। এত কাল মধ্যপ্রাচ্যের দেশগুলি থেকেই অন্তত ৮৬% অশোধিত তেল আমদানি করে এসেছে ভারত। কিন্তু ভারত চায় অশোধিত তেল নানান দেশ থেকে আসুক, সেটা আমদানির নিরাপত্তা নিশ্চিত করবে। আমেরিকা থেকে আনতে গেলে মধ্যপ্রাচ্যের চেয়ে ঢের বেশি সমুদ্রপথ অতিক্রম করে আসতে হয়। জাহাজ ভাড়া বেশি পড়ে যায়। প্রথম দফার যে তেল এসেছে আমেরিকা থেকে, তার দাম ব্যারেল-পিছু ২ ডলার কম। যদি দীর্ঘমেয়াদী ভিত্তিতে দামে সস্তায় পাওয়া যায়, তবেই অমেরিকার তেল এনে ভারতের সুবিধে। মধ্যপ্রাচ্য আর আমেরিকার তেলের ধরণ একই রকম বলে জানা যাচ্ছে।

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট