কূলভূষনের ফাঁসির আদেশের ওপর স্থগিতাদেশ জারি করেছে আন্তর্জাতিক আদালত

ভারতের প্রাক্তন নৌবাহিনী অফিসার কূলভূষন যাদবের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ এনে পাকিস্তানের সামরিক আদালত তাঁকে ফাঁসিতে ঝোলানোর আদেশ দেয় ১৭ এপ্রিল। আন্তর্জাতিক আদালত সেই আদেশের ওপর স্থগিতাদেশ জারি করলো বিষয়টির নিষ্পত্তি পর্যন্ত।

গুপ্তচরবৃত্তির অভিযোগ অস্বীকার করে ভারত বলেছে, নৌবাহিনী থেকে অবসরের পরে ইরানে ব্যবসা করতেন যাদব। সেখান থেকে পাকিস্তান তাঁকে অপহরণ করে। আবার পাকিস্তানের দাবি, বালুচিস্তানে গুপ্তচরবৃত্তির সময় ধরা পড়েন যাদব। অতীতেও দুই দেশ বিভিন্ন বিবাদ নিয়ে দ্বারস্থ হয়েছে আন্তর্জাতিক আদালতের। কখনও ভারত জিতেছে, কখনও পাকিস্তান। ভারতের আশা, পাকিস্তান এই স্থগিতাদেশ অমান্য করবে না। শোনা যায়, মৃত্যুদণ্ড নিয়ে সেনাবাহিনীর সঙ্গে একমত নয় নওয়াজ শরিফ সরকার। কলকাতা থেকে গৌতম গুপ্ত।

Your browser doesn’t support HTML5

কূলভূষনের ফাঁসির আদেশের ওপর স্থগিতাদেশ জারি করেছে আন্তর্জাতিক আদালত