শনিবারের ভারত-পাকিস্তান ম্যাচের বীমা দুইশো কোটি টাকা

শনিবার কলকাতার ইডেন গার্ডেনে হতে যাচ্ছে বিশ্বকাপ টি-২০ ক্রিকেট প্রতিযোগিতার সবচেয়ে উত্তেজনাপূর্ন ভারত-পাকিস্তান ম্যাচ। কিন্তু ৬০ হাজার দর্শকে ভরা এই ম্যাচের সময় যদি কালবৈশাখী এসে সব ভন্ডুল করে দেয়? কিংবা, ঘটে জঙ্গী আক্রমণ, অথবা স্টেডিয়াম ভেঙে পড়ে আহত বা নিহত হন মানুষ?

এসব আশংকার কথা তো পুরোপুরি উড়িয়েও দেওয়া চলে না। তাই যে কোনও অবাঞ্ছিত পরিস্থিতি কিংবা দুর্ঘটনার জন্য কর্তৃপক্ষ ২০০ কোটি টাকার বীমার ব্যবস্থা করেছেন। কলকাতায় যে কোনও অনুষ্ঠানের জন্য এটাই বীমার সর্বোচ্চ অঙ্ক।

এই ম্যাচটি আদতে হিমাচল প্রদেশের ধর্মশালায় হওয়ার কথা ছিল। কিন্তু নিরাপত্তার ভরসা দিতে পারেনি হিমাচল সরকার। তাই ম্যাচ সরে এসেছে নিরাপদ কলকাতায়।

তবে কলকাতার আবহাওয়া দপ্তর হুঁশিয়ার করে দিয়েছে, এই ফাল্গুন মাসে ম্যাচের সন্ধ্যায় কালবৈশাখি ধেয়ে আসতেই পারে। কলকাতা থেকে গৌতম গুপ্ত।

Your browser doesn’t support HTML5

শনিবারের ভারত-পাকিস্তান ম্যাচের বীমা দুইশো কোটি টাকা