ভারত-পাক শান্তি প্রক্রিয়া স্থগিত

নয়াদিল্লীর সংবাদ সংস্থা সূত্রের খবর বালুচিস্তানে ভারতীয় গুপ্তচর ধরাপড়া এবং পাঠান কোট কান্ডের তদন্ত নিয়ে তীব্র মতপার্থক্যের কারণে আপাতত স্থগিত হয়ে গেছে ভারত-পাক শান্তি প্রক্রিয়া। তবে পরমানু অস্ত্র ভান্ডার হ্রাস করতে আলোচনার প্রস্তাব দিয়েছে পাকিস্তান।

সরকারী সূত্রের খবর, দ্বিপাক্ষিক আলোচনা ও সব ধরনের বৈঠক থেকে হঠাৎ সরে আসার সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ।

ভারতে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার আব্দুল বাসিত তার দেশের সরে আসার কথা ঘোষনা দিয়ে জানিয়েছেন, পাকিস্তানের বেশ কিছু বক্তব্য ভারত মানতে চাইছে না। ভারতের অনড় মনোভাবের সঙ্গে সহমত হতে পারছে না পাকিস্তানও। এই অবস্থায় শান্তি প্রক্রিয়া চালিয়ে যাওয়া অর্থহীন বলে মনে করছে ইসলামাবাদ- এমনটাই জানিয়েছেন আব্দুল বাসিত। কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়।

Your browser doesn’t support HTML5

ভারত-পাক শান্তি প্রক্রিয়া স্থগিত