পাকিস্তান জঙ্গি সংগঠনগুলিকে মদত দিচ্ছে: ভারতের সেনাপ্রধান

কাশ্মীরের প্যাম্পোরে সরকারি ভবনে হামলার পিছনে পাকিস্তানের সরাসরি যোগাযোগ আছে বলে অভিযোগ করলেন ভারতের সেনাপ্রধান জেনারেল দলবীর সিং সুহাগ।

তাঁর দাবী, জয়েশ ঈ মহম্মদ এবং লস্কর ই তোইবা'র মতো জঙ্গি সংগঠনগুলিকে সন্ত্রাসে মদত দিচ্ছে প্রতিবেশী রাষ্ট্র। শুধু আর্থিক ভাবে নয়, প্রশিক্ষন এবং অস্ত্র দিয়েও সীমান্তের ওপার থেকে সাহায্য আসছে।

তিনি আরো বলেন, সাম্প্রতিক কয়েকটি হামলা থেকে বোঝা যাচ্ছে জঙ্গি সন্ত্রাসের চরিত্র বদলেছে। সোস্যাল নেট ওয়ার্কের মাধ্যমে আইএস সংগঠন তাদের জাল ছড়াচ্ছে। এই সমস্যার মোকাবিলায় প্রয়োজন আর্ন্তজাতিক স্তরে রননীতি গ্রহন করা।

এদিকে, বিজেপি নেতা এবং দলের মুখপাত্র এম জে আকবর সংবাদ মাধ্যমের কাছে বলেছেন জেহাদিদের জন্য পাকিস্তান হল অভয়ারণ্য। কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়।

Your browser doesn’t support HTML5

পাকিস্তান জঙ্গি সংগঠনগুলিকে মদত দিচ্ছে: ভারতের সেনাপ্রধান